Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শনিবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শত উস্কানিতেও ভোটের মাঠ ছাড়ব না: তা‌বিথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ০২:৫২ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ০২:৫২ PM

bdmorning Image Preview


নির্বাচন ক‌মিশ‌নের ভূ‌মিকায় সন্তু‌ষ্ট হ‌তে পার‌ছি না ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌ন নির্বাচনে বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

মঙ্গলবার বেলা ১১টায় সুবাস্তু টাওয়ার সংলগ্ন উত্তর বাড্ডা ফু‌জি টাওয়ার থে‌কে দলীয় নেতাকর্মী‌দের নি‌য়ে প্রচারণা শুরুর আগে তি‌নি এ মন্তব্য ক‌রেন।

তা‌বিথ আউয়াল ব‌লেন, আমা‌দের প্রচা‌রে বাধার সৃ‌ষ্টি করা হ‌চ্ছে। কাউ‌ন্সিলরদের নির্বাচনী অফিস ভাঙচুর করা হ‌য়ে‌ছে। ইসি এখনও কোনও ব্যবস্থা নেয়‌নি।

তি‌নি ব‌লেন, লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড নেই। শত বাধার পরও বিএন‌পির নেতাকর্মীরা শান্ত আছে। তারা যতই উস্কানি দিক, আমরা শা‌ন্তিপূর্ণভা‌বে মা‌ঠে আছি, থাক‌বে।

এর প‌র মধ্যবাড্ডা বাজার, মেরুল বাড্ডা ও ৩৭, ৩৮, ৩৯, ৪০নং ওয়া‌র্ডে প্রচারণা চালা‌বেন তাবিথ। তা‌বিথ আউয়াল ব‌লেন, ধা‌নের শী‌ষের প‌ক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। জনগণ ভোট দি‌তে পার‌লে বিজয় সু‌নি‌শ্চিত।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বি‌এন‌পির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নাল আবেদিন ফারুক, ফুটবলার আমিনুল হক, বিএন‌পি নেতা আহসান উল্লাহ হাসান, সুলতানা আহমেদ, নিপুন রায় চৌধুরী, মোস্তাফিজুর রহমান বাবুল, বজলুল বা‌সিদ আঞ্জু, ২১ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী এজিএম শামসুল হক, যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেনসহ বিএন‌পি ও অঙ্গ-সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

Bootstrap Image Preview