Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শনিবার, জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জবির প্রথম সমাবর্তন আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ০২:২১ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ০২:২১ PM

bdmorning Image Preview


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম সমাবর্তন হবে আজ শনিবার (১১ জানুয়ারি)। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় বিশ্ববিদ্যালয়ের নানা ঐতিহ্যে সাজানো হয়েছে সমাবর্তনের মঞ্চ। বর্ণাঢ্য এক শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সমাবর্তন। এই সমাবর্তনে প্রায় ১৯ হাজার গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

এতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। এছাড়া সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক।

গ্র্যাজুয়েট ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ১ নম্বর গেইট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। তাদের জন্য সকাল ১০টায় গেইট খোলা হবে এবং তারা সকাল ১১টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসন গ্রহণ করবেন।

এছাড়া বেলা ১১টা ৫৫ মিনিটে সমাবর্তন শোভাযাত্রা, ১২টায় রাষ্ট্রপতির আগমন ও জাতীয় সংগীত, দুপুর ১২টা ১ মিনিটে সমাবর্তনের উদ্বোধন ঘোষণা ও দুপুর ১টা ১০ মিনিটে সমাবর্তনের সমাপ্তি ঘোষণা করবেন রাষ্ট্রপ্রতি।

এই সমাবর্তনে ১৩ ব্যাচের প্রায় ১৯ হাজার গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন। এ উপলক্ষে গোটা ক্যাম্পাস সেজেছে নান্দনিক সাজে। পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জবি প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তায় সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে আমাদের কথা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘প্রথমবারের মতো এতবড় আয়োজন করা অনেকটা চ্যালেঞ্জের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সব কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় ইতোমধ্যে সমাবর্তনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ 

Bootstrap Image Preview