Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমিক দেখতে আসবে শুনে হাসপাতালে ভর্তি তরুণীর কাণ্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ১০:২২ AM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ১০:২২ AM

bdmorning Image Preview


হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের সবার তাড়না থাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠার। কিন্তু ভিয়েতনামের এক তরুণী হাসপাতালে যে কাণ্ড ঘটিয়েছেন তা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। প্রেমিক তাকে দেখতে আসবেন এটা ওই জানার পর ওয়াংমেই নামের ওই তরুণী মেকআপ করা শুরু করেন। পরে সাজসজ্জার ছবি ফেসবুকে পোস্টও করেছেন। 

ছবিতে দেখা গেছে, ওয়াংমেই হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। মুখে বেজ মেকআপ লাগিয়েছেন। আইব্রো, ব্লাশার, আইশ্যাডো, আইলাইনারও ব্যবহার করেছেন। নেইল পলিশ করেছেন। কানে মুক্তার দুলও পরেছেন। ফেসবুকে পোস্ট করা ছবির সঙ্গে ওয়াংমেই লিখেছেন, আমার প্রেমিক আমাকে দেখতে আসছে!

নেটিজেনদের সমালোচনা ও বিদ্রুপের শিকার হলেও কেউ কেউ ওয়াংমেইর পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, রুগ্ন চেহারা দেখে প্রেমিক হয়তো দুশ্চিন্তায় পড়তেন। তাই এমনটা করেছেন ওয়াংমেই।

Bootstrap Image Preview