Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

থার্টি ফাস্ট নাইটে যে সব অনুষ্ঠানে বাধা দিবে না পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০২:৪১ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ০২:৪১ PM

bdmorning Image Preview


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, থার্টি ফাস্ট নাইটে নিরাপত্তা বিধানে শহরজুড়ে পর্যাপ্ত পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। ছাদে ও খোলা জায়গায় অনুষ্ঠানের নিষেধাজ্ঞা থাকলেও দেশীয় সংস্কৃতির অনুষ্ঠানে বাধা দেবে না পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, থার্টি ফাস্ট নাইটে সোয়াত টিম, সিআইডিসহ অন্য টিমগুলোও প্রস্তুত থাকবে। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট থাকবে।

তিনি বলেন, আজ থেকে শহরের প্রত্যেকটি বারের মদ কেনাবেচা বন্ধ থাকবে। অস্ত্র বহনে থাকবে নিষেধাজ্ঞা। শহরের ভিআইপি জোন ও সড়কের প্রবেশাধিকার থাকবে সংরক্ষিত। তাছাড়া সন্ধ্যা ৬টার পর থেকে ঢাবি এলাকায় কোনো গাড়ি ঢুকতে দেয়া হবে না। পাশাপাশি টিএসসির অনুষ্ঠানগুলোতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ।

পুলিশ কমিশনার বলেন, থার্টি ফার্স্ট নাইট নিয়ে কোন নিরাপত্তা হুমকি নেই। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এ নিয়ে কাজ করেছে। তবে কোন দুষ্কৃতকারী যদি নাশকতা করার চেষ্টা করে তাহলে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview