Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফুটেজ দেখে ডাকসুতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১ PM

bdmorning Image Preview


 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডকাসু) হামলার সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত অন্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হামলার ঘটনায় যারা প্রকৃত অন্যায় কাজটি করেছে, তাদের ধরা হবে। চেষ্টা অব্যাহত আছে।

আজ বুধবার রাজধানীর শেরে বাংলা বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সুস্থ্য-সুন্দর সমাজ গড়তে তরুণদের মাদকের ভয়ানক ছোবল থেকে দূরে থাকতে হবে। তিনি বলেন, আগামীর প্রজন্ম মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাক, এটা আমরা চাই না। কাজেই আমাদের এ বিষয়ে সচেষ্ট থাকতে হবে। খেয়াল রাখতে হবে যাতে আমাদের সন্তানরা নিরাপদে থাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শফিকুর রহমানসহ এর সাবেক শিক্ষার্থী ও শিক্ষক।

 

Bootstrap Image Preview