স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। তার ওপর কেন বারবার হামলা হচ্ছে, সেটি খতিয়ে দেখা হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার মিলনায়তনে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পর ডাকসু নির্বাচন হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডাকসুর নেতৃত্বে এসেছে নুরুল হক নুর। তাই আমরা মনে করি ডাকসুকে ধরে রাখতে হবে। ভবিষ্যৎ রাজনীতিক এখান থেকে উঠে আসে। আমরা যেভাবে উঠে এসেছি। সেই জায়গা থেকে নেতাদের শূন্যতা আমরা দেখতে চাই না। এ সময় ডাকসু প্রতিনিধিরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খল রাজনীতি করে সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ভিপি নুরের ওপর এ পর্যন্ত ৯ বার হামলা হয়েছে বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। শুরু থেকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে কি এর পুনরাবৃত্তি হতো- সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ৯ বার না দুইবার সেটা আমরা জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো- তার ওপর হামলা হবে কেন?
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি যা বলতে চাচ্ছি, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে না। ইউনিভার্সিটির যখন প্রয়োজন হয় প্রক্টর কিংবা ভিসি যদি অনুমতি দেন কিংবা অনুরোধ করেন তখনই তারা প্রবেশ করে। কাজেই আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে সেখানে এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনই কার্যকর ভূমিকা পালন করেন।’
হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই প্রশ্ন রাখেন। তিনি বলেন, ‘আমার নিজেরই প্রশ্ন- নুরের ওপর কেন বারবার হামলা হচ্ছে? আপনারা যদি এর কোনো কারণ পান তাহলে আমাকে জানাবেন। তবে নুর কেন বারবার ‘আপনাদের মতে’ আক্রান্ত হচ্ছে সেটা আমরা দেখব।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিক আছে বলেই আমার কাছে মনে হয় উল্লেখ করে তিনি বলেন, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের ঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে তাহলে আমরা সেটি নিতে পারব।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। তিনি বলেন, ইতোমধ্যে কয়েকজনকে ধরা হয়েছে। এদের মধ্যে যারা অভিযুক্ত কিংবা যারা প্রমাণযুক্ত হয়েছে এবং যাদের ঘটনায় দেখা গেছে তাদের অবশ্যই ধরা হবে।