Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পেটের ভিতর ১৬০০পিস ইয়াবা, আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৩ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


র‌্যাবের অভিযানে সিদ্ধিরগঞ্জ থেকে ১৬৫০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। রবিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে নাজমুল ও নাদিয়া আক্তারকে গ্রেফতার করে র‌্যাব। এরপর হাসপাতালে নিয়ে নাজমুলের পেটের ভিতর থেকে ১৬০০ পিস ইয়াবা ও বাসায় তল্লাশী করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, র‌্যাব খবর পায় চাঁদপুরের একজন ইয়াবা পাচারকারী দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে অভিনব কৌশলে বাসযোগে ইয়াবা পাচার করে আসছে। এরই ধারাবাহিকতায় উক্ত ইয়াবা পাচারকারী কক্সবাজার হতে বাসযোগে ঢাকায় ইয়াবা নিয়ে আসছে। র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে গাড়ী থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় নাজমুল হককে আটক করা হয়। অতঃপর গোপনসূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী তার পেটের ভিতর ইয়াবা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নারায়ণগঞ্জের সদর থানাধীন খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে করে দেখা যায় তার পেটের ভিতর অসংখ্য ডিম্বাকৃতির বস্তু বিশেষ। পরবর্তীতে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত নাজমুল হক স্বীকার করে যে তার পেটের ভিতর কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ৪০টি ইয়াবার প্যাকেট রয়েছে যার প্রত্যেকটিতে ৪০ পিস করে মোট ১৬০০ পিস ইয়াবা রয়েছে।

সে আরও স্বীকার করে যে, কক্সবাজারে এই ইয়াবার প্যাকেটগুলো সে খাবারের সঙ্গে গিলে খায় এবং পরবর্তীতে কলা এবং পাউরুটি খেয়ে সেই প্যাকেটগুলো পায়ু পথ দিয়ে বের করে।

নাজমুলের তথ্য মতে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মাদক ব্যবসায়ী নাদিয়া আক্তারকে (৩১) গ্রেফতার করা হয়। তার বাসা থেকে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির এক লাখ বায়ান্ন হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, তারা উভয়ে স্বামী-স্ত্রী ও চিহ্নিত মাদক পাচারকারী। তাদের বাড়ী চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন নয়াকান্দি গ্র্রামে হলেও তারা মাদক ব্যবসার জন্য উভয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি হাউজিং এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Bootstrap Image Preview