Bootstrap Image Preview
ঢাকা, ০৬ বুধবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সরকারি কাজে বাধা দেওয়ায় ক্লিনিক মালিক আটক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০৭:০৮ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ০৭:০৮ PM

bdmorning Image Preview


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান (ভারপ্রাপ্ত) ডা. হাবিবুর রহমানের সঙ্গে অশোভন আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রবিবার দুপুরে পাভেল আহম্মেদ (৪০) নামে এক ক্লিনিক মালিককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটককৃত ওই ক্লিনিক মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. হাবিবুর রহমানের কক্ষে ঢুকে হাসপাতাল সড়কে অবস্থিত লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টারের মালিক পাভেল আহম্মেদ উচ্চ স্বরে কথা বলছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে কর্তব্যরত ডা. হাবিবের সঙ্গে দুর্ব্যবহার করেন ক্লিনিক মালিক পাভেল। এ সময় ডা. হাবিব পুলিশে কল করলে পুলিশ এসে পাভেলকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, সরকারি ওই হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদেরকে অনেকটা জোরপূর্বকভাবে স্থানীয় প্রাইভেট ক্লিনিকগুলোতে নানা কৌশলে একটি দালাল চক্র চিকিৎসার জন্য ধরে নিয়ে যায়। সূত্র জানায়, এর বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ক্লিনিক মালিক পাভেল হাসপাতাল প্রধানের সঙ্গে এসে অশোভন আচরণ করেন।

ডা. হাবিবুর রহমান বলেন, থানায় লিখিত দেওয়ার পাশাপাশি হাসপাতালের দালাল চক্রের পুরো ঘটনা মাননীয় এমপি স্যারকেও তাৎক্ষণিকভাবে অবগত করেছি।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন সন্ধ্যায় বলেন, সরকারি কাজে বাধা ও অশোভন আচরণের অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন। ইতিমধ্যে ক্লিনিক মালিক পাভেলকে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন আছে।

স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বলেন, বিষয়টি কঠোরভাবে দেখতে পুলিশকে নির্দেশ দিয়েছি। সরকারি হাসপাতালের আশেপাশেও কোনো দালালচক্রকে আর থাকতে দেওয়া হবে না।

 

Bootstrap Image Preview