Bootstrap Image Preview
ঢাকা, ২১ সোমবার, জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ১০:১১ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ১০:১১ AM

bdmorning Image Preview


ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে শিমুলিয়া ঘাট এলাকায় দুই শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

আজ শনিবার ভোররাত ৫টা থেকে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ বাড়ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। তবে দুপুর নাগাদ ফেরি চলাচল স্বাভাবিক ও গাড়ির চাপ কমতে থাকবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

জানা গেছে, লোড অবস্থায় দুটি ফেরি পারাপারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু মার্ক সিগন্যাল না দেখার কারণে ওই ফেরি দুটি নোঙর করে রাখা হয়। এই ফেরি দুটিসহ মোট ১৪টি ফেরি বন্ধ রয়েছে।

মাওয়া বিআইডব্লিউটিসির অফিসার সাফায়েদ আহমেদ ও কাফি জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আজ ভোররাত ৫টা থেকে পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। 

Bootstrap Image Preview