Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বুধবার, আগষ্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ছুটে এলেন ভারতীয় কিশোরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ০৯:৫২ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০৯:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত পেরিয়ে প্রেমের টানে ভারতীয় কিশোরী বাংলাদেশে চলে এসেছেন। ২৩ ঘণ্টা পরে তাকে বিএসএফের কাছে ফেরত দিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলদেশে আসার পর শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়।

সীমান্তবাসীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর নিকট দিয়ে প্রেমের টানে নুন্নাহার নামের এক কিশোরী ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তি কুরুষাফেরুষা গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাগরের (১৮) বাড়িতে আসেন।

নুন্নাহারের বাড়ি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার বসকোঠাল গ্রামে। সে ওই গ্রামের নুর ইসলামের মেয়ে।

তাকে উপজেলার সীমান্তবর্তি কুরুষাফেরুষা গ্রামের আন্তর্জাতিক পিলার ৯৩৬ এ শুক্রবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় ৩৮ বিএসএফ বসকেটাল বিওপির পরিদর্শক কে আর সিংসহ ৬ সদস্যের প্রতিনিধি দল ও বাংলাদেশের পক্ষে ১৫ বিজিবি লালমনিরহাট শিমুলবাড়ী বিওপির হাবিলদার আবদুল আজিজের ৬ সদস্যের প্রতিনিধি দল।

Bootstrap Image Preview