Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তামিম ইকবালেরও ভুল স্ক্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ১১:৫১ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ১১:৫১ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) ঢাকা পর্বের শেষ ম্যাচে কুঁচকিতে চোট পান ঢাকা প্লাটুনের ওপেনার তামিম ইকবাল। চোটাক্রান্ত স্থান স্ক্যান করাতে বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। পরামর্শ অনুযায়ী স্ক্যান করান তামিম, কিন্তু সেটি ভুল জায়গায়!

ঢাকার একটি হাসপাতালে স্ক্যান করানো হলে সংশ্লিষ্ট চিকিৎসকরা চোটাক্রান্ত পায়ের বদলে কোমরে স্ক্যান করান তামিমের। এমন কাণ্ডে হতবাক হয়েছেন বিসিবির ফিজিওরা।

তামিম ইকবাল ভাইরাল জ্বরে ভুগছেন ১৬ ডিসেম্বর থেকে। ডান পায়ের কুঁচকিতেও টান আছে তার। চোটের গভীরতা পরীক্ষা করে দেখতে কুঁচকিতে স্ক্যান করাতে বলেছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। জ্বর কমার পর ঢাকার একটি বড় হাসপাতালে স্ক্যানও করান তিনি। তবে চোটাক্রান্ত পায়ে নয়, কোমরে স্ক্যান করেছেন হাসপাতাল সংশ্নিষ্টরা। বিস্ময়কর এই ঘটনায় হতবাক বিসিবির ফিজিওরা। কিছুটা বিরক্তও হয়েছেন তারা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে ঘটনা শোনার পর তামিমও অবাক। গতকাল তামিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'বিসিবি থেকে আমাকে জানিয়েছে কোমরের স্ক্যান করেছে। নতুন করে স্ক্যান করাতে হবে।'

Bootstrap Image Preview