Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চীনে আর্সেনালের খেলা সম্প্রচার বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:৪০ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:৪১ PM

bdmorning Image Preview


তুর্র্কি বংশোদ্ভূত এবং সাবেক জার্মান ফুটবল তারকা মেসুত ওজিলের উপর ক্ষেপেছে চীন।

চীনের জিংজিয়াং প্রদেশে নির্যাতনের শিকার উইঘুর মুসলিমদের নিয়ে সমালোচনা করার কারণে এমনটি হয়েছে।ওজিলের মন্তব্যের জেরে চীনে আর্সেনালের খেলা সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার ছিল আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটির হাইভোল্টেজ লড়াই।সেই ম্যাচটি দেখতে পারেননি চীনের ফুটবলপ্রেমীরা। চীনে থাকা আর্সেনাল ভক্ত-সমর্থকরা ভবিষ্যতেও আর খেলা দেখতে পারবেন কি না, সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

সম্প্রতি ১৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ওজিল চীনের উইঘুর মুসলিমদের ‘নির্যাতনের প্রতিরোধকারী যোদ্ধা’ বলে প্রশংসা করে চীনের কঠোর সমালোচনা করেন।

পাশাপাশি উইঘুরে নির্যাতিত মুসলমানদের রক্ষায় মুসলিম বিশ্ব কেন এগিয়ে আসছে না, সে জন্য হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন ওজিল।

Bootstrap Image Preview