Bootstrap Image Preview
ঢাকা, ১৩ বুধবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মদ্যপ অবস্থায় মারপিট করলেন ভারতের তারকা ক্রিকেটার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৪ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


টিম ইন্ডিয়ার সাবেক  তারকা ক্রিকেটার  প্রবীন কুমার মদ্যপ অবস্থায় এক ব্যক্তিকে মারধর করেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। 

প্রবীন কুমারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন দীনেশ কুমার নামের একজন ব্যবসায়ী। দীনেশের দাবি, প্রবীন তাকে বেধরক মারধর করেছেন। এমনকী তার সাত বছরের ছেলেকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছেন প্রবীন কুমার।

দীনেশ কুমার পুলিশকে জানিয়েছেন, মদ্যপ অবস্থায় প্রবীন তাকে মারধর করেন। তাতে তার আঙুল ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন দীনেশ। যদিও প্রবীন কুমার অভিযোগ অস্বীকার করেছেন। 

তিনি জানিয়েছেন, সামান্য কথা কাটাকাটির পর ব্যাপারটা মিটে যায়। তিনি এমন ঘটনাকে আমল দিতে চান না। তাই পুলিসের কাছে অভিযোগও দায়ের করেননি।

মেরঠের মুলতাননগরে একই পাড়ায় থাকেন প্রবীন কুমার ও দীনেশ কুমার। দীনেশ কুমারের ছেলে প্রতিদিন স্কুল বাসে যাতায়াত করে। এদিনও ছেলের অপেক্ষায় রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন দীনেশ। এর পর স্কুল বাস আসার পর একে একে বাচ্চাদের নামাতে থাকে। সেই সময় গাড়ি নিয়ে হাজির হন প্রবীন। স্কুল বাস থেকে বাচ্চাদের নামতে কিছুটা দেরি হচ্ছিল। প্রবীন কুমারের তর সইছিল না। তিনি হর্ন বাজাতে শুরু করেন। এর পরই দীনেশ কুমারের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় প্রবীন কুমারের। মেজাজ হারিয়ে দীনেশের উপর তিনি চড়াও হন বলে অভিযোগ।

Bootstrap Image Preview