Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সীতাকুণ্ডতে উত্ত্যক্তকারীর হামলায়, আহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৭ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


সীতাকুণ্ডতে শনিবার সকালে উত্ত্যক্তকারীর হামলায় ছাত্রী ও তার মাসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ওই ছাত্রীর পরিবার থানায় অভিযোগ করলে এ ঘটনা ঘটে।

জানা যায়, বখাটে ফারুক দীর্ঘদিন ধরে উপজেলার হাতিলোটা গ্রামের দিনমজুর মোঃ মাসুমের মেয়ে বাড়বকুণ্ড স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী মারুফা জান্নাত রিয়াকে (১৬) প্রেম প্রস্তাব দিয়ে আসছে। স্কুলে আসা যাওযার পথে সে তাকে উত্ত্যক্ত করত।

 বিষয়টি রিয়া নিজ পরিবারকে জানায়। রিয়ার পরিবার ভবিষ্যতের কথা চিন্তা করে গত সপ্তাহ ফারুকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করে। শনিবার সকালে রিয়া ও তার ছোট বোন ৮ম শ্রেণির ছাত্রী মেহেরুন্নেছাকে নিয়ে মা হাজেরা বেগম (৩৬) স্কুলে যাচ্ছিলেন।

এসময় ক্ষিপ্ত ফারুক ও তার বড় ভাই রাজু তাদের ওপর হামলা চালায়। মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন মোল্লা বলেন, হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview