কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি আজ। শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে রাষ্টপক্ষের আইনজীবীদের অনেকের আপিল বিভাগে মামলা পরিচালনার অনুমতি নাই কিন্তু আদালত কক্ষে ছিলেন। এ বিষয়ে আপত্তি জানান খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
পরে প্রধান বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ২০/৩০ জন করে নির্ধারন করে দিন। এরপরই প্রধান বিচারপতি ৩০ জন করে নির্ধারন করে দেন। বাকিদের বেরিয়ে যেতে বলা হয়েছে।
শুরুতে প্রবেশে কড়াকড়ি করায় প্রবেশ ফটকের বাইরে হট্টগোল হয়। কারন অনেকেই প্রবেশ করতে না পেরে এর জবাবদিহিতা চান প্রশাসনের কাছে। এ সময় প্রধান বিচারপতি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আপিল বিভাগে মামলা পরিচালনাকরীরা শুধু প্রবেশ করতে পারবে।