Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের শাস্তি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের ব্যপারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটে নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা- বিচ্ছুরণ’র ফাইনাল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এই প্রতিযোগিতা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল, গ্রীণ ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগকারী দেশ ও সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকলের সহযোগিতায় যেখানে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে সেগুলো কেটে দেওয়া হচ্ছে। দেশে এখন কোনও বিদ্যুতের ঘাটতি নেই বলে জানান তিনি।

অনুষ্ঠানে পাওয়ার সেল, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স ও ইয়াং বাংলার উদ্যোগে ১০ জন উদ্ভাবনীকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিদ্দিক জোবায়ের, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপক পরিচালক ফারজানা চৌধুরী উপস্থিত ছিলেন।

 

 

Bootstrap Image Preview