Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষায় নম্বর কম পাওয়ায় ছাত্রীর মুখে কালি মাখালেন শিক্ষক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৪ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের হরিয়ানায় ইংরেজি পরীক্ষায় কম নম্বর পাওয়ার কারণে এক ছত্রীর মুখে কালি মাখালেন স্কুলেরই শিক্ষক। এই কাজ করেই ক্ষান্ত হননি অভিযুক্ত শিক্ষক। দলিত সম্প্রদায়ের ওই মেয়েটির মুখে কালি মেখে গোটা স্কুলে ঘোরান অভিযুক্ত ওই শিক্ষক।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজরে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, এর আগেও বহু শিক্ষার্থীদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মেয়েটির বাবা। সেই অভিভাবকদের নিয়ে সোমবার স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান তিনি। অবিলম্বে স্কুলটি বন্ধ করে দেওয়া উচিত বলে মত তার।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাত্‍কারে ওই ব্যক্তি বলেন, চতুর্থ শ্রেণির ছাত্রী কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারেনি তো কী হয়েছে! এই ধরনের আচরণ করা একেবারেই উচিত হয়নি ওই শিক্ষকের।

Bootstrap Image Preview