Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘রুম্পাকে ধর্ষণ’ নিয়ে যা জানালো ডাক্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৪ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী রুম্পা মৃত্যু নিয়ে তথ্য দিয়েছেন ডাক্তার সোহেল মাহামুদ। এই বিষয় গণমাধ্যমকে তিনি জানান, রুম্পাকে ধর্ষন করা হয়নি। উঁচু ভবন থেকে পড়ে মারা যাওয়ার আলামত পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

এদিকে, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার কথিত প্রেমিক সৈকতকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ বিভাগ) উপ-কমিশনার (ডিসি) রাজিব আল মাসুদ তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছিলো।

উল্লেখ্য, বুধবার গভীর রাতে সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডে সড়ক থেকে উদ্ধার করা হয় ভার্সিটি ছাত্রী রুম্পার লাশ। তার পরিচয় নিয়ে সন্দেহটা কাটে একদিন পর। বৃহস্পতিবার দুপুরে রুম্পার স্বজনরা তার লাশ শনাক্ত করেন।

Bootstrap Image Preview