Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভিপি নুরকে ৫ লাখ টাকা দেয়া হয়েছে: রাব্বানী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:০২ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে টাকা পেয়েও কাজ করেননি বলে অভিযোগ করেছেন ডাকসুর জিএস গোলাম রাব্বানী। তবে তার অভিযোগ অস্বীকার করেছেন নুর।

রাব্বানী নুরের বিরুদ্ধে কাজ না করাসহ ‘আর্থিক ও নৈতিক স্খলন’র অভিযোগ তুলে পদত্যাগের দাবি করেছেন। স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে দ্রুত  বহিষ্কারের দাবি জানিয়েছেন রাব্বানী।

রবিবার (০৮ ডিসেম্বর) দুপুরে ডাকসুর কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ডাকসু জিএস।

রাব্বানী অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর জন্য ভিপিকে ৫ লাখ টাকা দেয়া হয়েছে। কিন্তু গত ৯ মাসে তিনি কোনো কাজ করেননি।

এরপর পাল্টা সংবাদ সম্মেলন করেন ভিপি নুর। তিনি বলেন, ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেছেন– ডাকসুতে ৫ লাখ টাকা দেয়া হয়েছে, আমি এক টাকাও খরচ করিনি।

জবাবে নুর বলেন, আমাকে নামেমাত্র ৫ লাখ টাকা দেয়া হয়েছে। কিন্তু এক টাকাও হাতে পাইনি। আমি ছোট ছোট তিনটি বাজেট করেছিলাম

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলি, পরিবহন সম্পাদক শামস ই নোমান, সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, তিলোত্তমা সিকদার, তানভীর হাসান সৈকত, মাহমুদ হাসান।

Bootstrap Image Preview