Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজকের দিনে স্বাধীন হয়েছিলো যেসব জেলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ০২:৩২ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview


১৯৭১-এর তিন ডিসেম্বের এই দিনে বরগুনা, ঠাকুরগাঁও ও গোপালগঞ্জের কোটালীপাড়া হানাদার মুক্ত হয়েছিল।

মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াইয়ে সেদিন পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানী হানাদার ও তাদের দোসররা। বরগুনা ও কোটালীপাড়ায় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতাকামী মানুষ ফেটে পড়ে আনন্দে।

একাত্তরের এই দিনে বরগুনার বুকাবুনিয়া সাব-সেক্টরে আবদুস সত্তার খানের নেতৃত্বে- ২১ জনের মুক্তিযোদ্ধার মরণপণ আক্রমণে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানী হানাদার ও তাদের দোসররা। জাতীয় পতাকা উত্তোলন করে বরগুনাকে মুক্ত ঘোষণা করা হয়।

কোটালীপাড়ার সন্তান হেমায়েত উদ্দিন যুদ্ধ শুরু হলে– পাকিস্তান থেকে দেশে পালিয়ে আসেন। এরপর সাড়ে ৩ হাজার মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন হেমায়েত বাহিনী। কোটালীপাড়ায় গড়ে তোলেন একটি ট্রেনিং ক্যাম্প।

বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে ১৮ জন মুক্তিযোদ্ধা শহীদ ও ২৪জন আহত হন। এদিন মিত্র ও মুক্তিবাহিনীর আক্রমণে কোটালীপাড়া থানা, মসজিদ ও গোডাউনে পাকিস্তানী সেনাদের পতন ঘটে।

Bootstrap Image Preview