Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনিয়মের অভিযোগে সুপ্রিমকোর্টের এফিডেফিট শাখার সব কর্মকর্তাকে বদলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ১১:৩৮ AM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯, ১১:৩৮ AM

bdmorning Image Preview


অনিয়মের অভিযোগে সুপ্রিমকোর্টের এফিডেফিট শাখার সব কর্মকর্তাকে বদলি করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, সোমবার (২ ডিসেম্বর) এক মামলার শুনানিকে কেন্দ্র করে হতাশা প্রকাশ করেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বেঞ্চে আরও চার বিচারপতি উপস্থিত ছিলেন। ওই সময় আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি আদালতকে জানান, সোমবার একটি মামলা কার্যতালিকার তিন নম্বরে থাকার কথা। অথচ তা ৮৯ নম্বরে দেখা গেছে।

কীভাবে নম্বর ওলটপালট হয়েছে তা আপিল বিভাগের কাছে জানতে চেয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকেই মামলার তালিকা ওপর-নিচ করে কোটিপতি বনে গেছেন।

এ সময় প্রধান বিচারপতি বলেন, এফিডেভিট শাখা কক্ষে সিসি ক্যামেরা বসিয়ে দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না। এখন সবাই বাইরে এসে এফিডেভিট করে। সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম রুখা যাচ্ছে না।

প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রপক্ষের অনেক আইনজীবীও আদালতে আসেন না। বেতন বেশি হওয়ার কারণে এমন হচ্ছে। বেতন কম হলে তারা ঠিকই কষ্ট করে আদালতে আসতেন।

এরপর প্রধান বিচারপতি তাৎক্ষণিক এক আদেশে ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসানকে আপিল বিভাগে তলব করেন। তবে, মামলার সিরিয়াল করা নিয়ে মেহেদী হাসানের ব্যাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ। পরে ডেপুটি রেজিস্ট্রারকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান বিচারপতি।

Bootstrap Image Preview