Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ নিহত ৯

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ১১:২৩ AM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯, ১১:২৩ AM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশু ও পাইলটসহ ৯ জনের মৃত্যু হয়েছে।

আহত হয়েছে আরও তিনজন। স্থানীয় সময় শনিবার বিকালে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর এবিসি নিউজের।

পিলাটাস পিসি-১২ নামে বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে চেম্বারলেন বিমানবন্দর থেকে যাত্রা করে। পরে বিমানটি ব্রুলি কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে ১২ জন আরোহী ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। ব্রুলি কাউন্টির অ্যাটর্নি থেরেসা মাউলি রোসো জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bootstrap Image Preview