Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর ও সম্পাদক আজগর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০১:৫২ PM

bdmorning Image Preview


ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক সংগঠন মৎস্যজীবী লীগের সভাপতি মো. সাইফুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ আজগর লস্কর নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে মৎসজীবী লীগের সম্মেলনে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে বেলা ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন তি‌নি।

২০০৪ সালের মে মাসের ২২ তারিখে মৎস্যজীবীদের অধিকার আদায়ে ও মৎস্যসম্পদ বিকাশে আওয়ামী লীগের এই সমর্থক সংগঠন মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা হয়। এবারই প্রথম এই সংগঠনটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, আজকের সম্মেলনের মধ্য দিয়ে এই সংগঠনটি আওয়ামী লীগ সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়ায় সম্ভাবনা রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের ৭টি সহযোগী ও তিনটি ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে এই সংগঠনগুলোকে স্বীকৃতি দেওয়া রয়েছে।

আগামী মাসের ২০ ও ২১ তারিখে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে আওয়ামী লীগের গঠনতন্ত্রে মৎস্যজীবী লীগকে যুক্ত করে সহযোগী সংগঠনের স্বীকৃতি দেওয়া হতে পারে।

Bootstrap Image Preview