Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধর্ষণের হাত থেকে মাকে বাঁচাল ১৪ বছরের কিশোর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ০৬:৪২ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ০৭:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পিরোজপুরের মঠবাড়িয়ায় লম্পট লিটন (২৮) এর হাত থেকে মায়ের ইজ্জত বাঁচাতে গিয়ে ছেলে শাকিল (১৪) গুরুতর জখম হয়েছে।

স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। এ ঘটনায় ওই ছেলের মা গৃহবধূঁ (২৮) রোববার রাতে মঠবাড়িয়া থানায় প্রতিবেশী লিটন হাওলাদারকে আসামী করে মামলা দায়ের করে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গুলিসাখালী গ্রামে প্রতিবেশী হালিম হাওলাদারের(৩৮) পুত্র লিটন সৌদি প্রবাসী শহিদুল হাওলাদারের স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। সম্প্রতি তাঁর স্বামী শহিদুল বাড়িতে আসলে স্ত্রী কু-প্রস্তাবের বিষয়টি স্বামীকে জানায়। এতে লিটন ওই গৃহ বধূঁর ওপর ক্ষিপ্ত হয়। এদিকে শহিদুল পুণঃরায় বিদেশে যাবার জন্য প্রযোজনীয় কাগজ-পত্র সংশোধনের জন্য ঢাকায় যান।

এই সুযোগে শনিবার রাত ৮ টার দিকে লিটন ওই গৃহবধূঁর ঘরের দরজায় গিয়ে নাম ধরে ডাক দিয়ে দরজা খুলতে বলে। সে সরল বিশ্বাসে দরজা খুলে দিলে লিটন ঘরে প্রবেশ করে ওই গৃহ বধূঁকে ঝাপটে ধরে। এসময় তার পুত্র শাকিল বাঁধা দিতে গেলে লিটনের হাতে থাকা লোহার রড দিয়ে শাকিলকে আঘাত করে। মা-ছেলে কে আহত করার পর লিটন নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানা অফিসার ইন চার্জ (ওসি) (তদন্ত) আঃ হক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, লম্পট লিটনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview