Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ও ভারতের ইডেন টেস্টে মাইক্রোফোন হাতে থাকবেন ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৯, ০৯:১৭ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৯, ০৯:১৭ PM

bdmorning Image Preview


বিশ্বকাপ পরবর্তী সময়ে দেশের জার্সি গায়ে আর মাঠে নামেননি। কেরিয়ারে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা রীতিমতো তুঙ্গে। তবে বাইশ গজ থেকে বিশ্রামের মাঝেই নয়া অবতারে অবতীর্ণ হতে চলেছেন মাহেন্দ্র সিং ধোনি। তবে মাহির এই নয়া অবতার ক্রিকেটীয় কারণেই।

ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা প্রথম দিন-রাতের টেস্টে মাইক্রোফোন হাতে দেখা যেতে পারে বিশ্বজয়ী অধিনায়ককে। জল্পনা তেমনই। 

সূত্রের খবর, অতিথি ধারাভাষ্যকর হিসেবে ঐতিহাসিক টেস্টের মাহিকে আমন্ত্রণ জানিয়েছে সম্প্রচারকারী সংস্থা। সমস্ত বিষয়টা যদি পরিকল্পনামাফিক সফল হয় তবে ধারাভাষ্যকার ধোনির আত্মপ্রকাশ ঘটতে চলেছে আসন্ন ইডেন টেস্টেই। 

তবে শুধু ধোনি একা নন, দেশের সকল প্রাক্তন টেস্ট অধিনায়কদেরই ইডেন টেস্টে একই ছাদের নীচে আনার চেষ্টা চালাচ্ছে সম্প্রচারকারী সংস্থা। তবে গোটা বিষয়টাই ঠিক করা হবে নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে।

Bootstrap Image Preview