Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আত্মসমর্পণের আগে ড. ইউনুসকে গ্রেফতার-হয়রানি নয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯, ০১:১৩ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৯, ০২:০৮ PM

bdmorning Image Preview


গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে বিদেশে অবস্থানরত নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দেশে ফিরে নির্বিঘ্নে আত্মসমর্পণের সুযোগ দিতে ৭ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বিমানবন্দরে নামার পর থেকে এ সময় পর্যন্ত তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ড. ইউনূসের ভাই ড. মুহাম্মদ ইব্রাহিমের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশন্স প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুতির অভিযোগে দায়ের করা তিন মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গত ৯ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এ অবস্থায় তার ভাই ড. ইউনুস যাতে দেশে ফিরে নির্বিঘ্নে আদালতে আত্মসমর্পণ করতে পারেন সেই আবেদন জানিয়ে ২৭ অক্টোবর রিট করেন ড. ইব্রাহিম।

আজ সোমবার ওই আবেদনের শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন গ্রামীণ কমিউনিকেশন্সের প্রস্তাবিত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সালামসহ সদ্য চাকরিচ্যুত তিন কর্মচারী। পরে আদালত ৮ অক্টোবর আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন। ড. ইউনূস ছাড়াও অপর দুজন হলেন, একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীন।

গত ৯ অক্টোবর মামলার অপর দুজন আসামি আদালতে হাজির হলেও ড. ইউনুস আদালতে হাজির ছিলেন না। এ অবস্থায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শ্রম আাদালত।

Bootstrap Image Preview