বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ের মধ্য দিয়ে ‘নারীত্বের মর্যাদা রক্ষায়’ ও নুসরাতের ‘তেজদীপ্ত আত্মত্যাগ’ চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন আদালত।
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ এসএম সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সেই টাকা আদায় করে নুসরাতের পরিবারকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদের আদালত বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
এসময় বিচারক মামুনুর রশীদ বলেন, ‘সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা ফেনী জেলার অন্যতম বৃহৎ বিদ্যাপীঠ। সেখানে দুই হাজারেরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করছে।’
তিনি বলেন, ‘এলাকার শিক্ষা সম্প্রসারণে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলোকজ্জ্বল ভূমিকাকে কালিমালিপ্তকারী এ ঘটনা বিশ্ব বিকেককে নাড়া দিয়েছে। নারীত্বের মর্যাদা রক্ষায় ভিকটিম নুসরাতের তেজদীপ্ত আত্মত্যাগ তাতে ইতোমধ্যে অমরত্ব দিয়েছে।’
রায় ঘোষণা করে বিচারক আরও বলেন, ‘নুসরাতের এই অমরত্ব চিরকালের অনুপ্রেরণা। অন্যদিকে আসামিদের ঔদ্ধত্য কালান্তরে মানবতাকে লজ্জিত করবে নিশ্চয়। এ কারণে আসামিদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য।’
নুসরাত হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামি হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ এসএম সিরাজউদ্দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরয়ে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আবদুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আবদুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদরাসাটির গভর্নিং বডির সহ-সভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।