Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশকে ব্যঙ্গ করে বিজ্ঞাপন বানালো  স্টার স্পোর্টস 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯, ০৬:২৭ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৯, ০৬:২৭ PM

bdmorning Image Preview


৩ নভেম্বর নয়াদিল্লিতে হবে ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ ম্যাচ। তার আগে বাজার গরম করে দিল স্টার স্পোর্টস। বাংলাদেশকে ব্যঙ্গ করে  প্রোমো ভিডিয়ো পোস্ট করেছে স্টার স্পোর্টস। 

সিরিজ বা কোনও বড় ম্যাচের প্রচারের জন্য এর আগেও এমন বিজ্ঞাপন করেছে স্টার স্পোর্টস। সেই বিজ্ঞাপনে ভারতকে দেখানো হচ্ছে ব্যাট হিসাবে। আর বল হিসাবে দেখানো হয়েছে বাংলাদেশকে। 

আর ভারতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়  বীরেন্দ্র  শেহবাগ খেলছেন এক মজার খেলা। সেখানেই একবার ভুল করে কোহলিকে উড়িয়ে দেন বীরু। তার পর আফসোস করেন তিনি। এরই মধ্যে বলরূপী বাংলাদেশ প্রচণ্ড লাফালাফি শুরু করে দেয়। আর ঠিক তখনই শেহবাগকে বলতে শোনা যাচ্ছে, ''এখানেই এত উড়ছে, যদি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিতে যায়; তা হলে যে কি করবে কে জানে?'' 

Bootstrap Image Preview