Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ-পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯, ০৪:১৩ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৯, ০৪:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্ব ক্ষুধা সূচনে অবনমন হয়েছে প্রতিবেশী দেশ ভারতের। চলতি বছরের ক্ষুধা সূচকে ১০২তম স্থানে নেমে গেছে ভারত। অপরদিকে ক্ষুধা মেটানোর তালিকায় ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও চীন।  

সূচকে বাংলাদেশের অবস্থান ৮৮, পাকিস্তান ৯৪, নেপাল ৭৩ আর চীন রয়েছে ২৫তম স্থানে। 

বিশ্ব ক্ষুধা সূচকের তালিকায় ১ নম্বর অবস্থানে রয়েছে ১৭টি দেশ। যেখানে রয়েছে বোলারুশ, বসনিয়া, হার্জেগোভিনা, চিলি, কুয়েত, তুরস্ক ও কুয়েট। আর ক্ষুধা মেটানোর দিক দিয়ে সবার পেছনে ১১৭তম স্থানে আছে আফ্রিকান প্রজাতন্ত্র। 

বিশ্বের বিভিন্ন দেশের অপুষ্টি, শিশুমৃত্যু, পাঁচ বছরের কম বয়সী শিশুর উচ্চতার তুলনায় কম ওজনের (চাইল্ড ওয়েস্টিং) মতো বেশ কিছু মাপকাঠিতে এই বিশ্ব ক্ষুধা সূচক তৈরি করা হয়। 

২০১৯ সালের সেই সূচক অনুযায়ী, ৫ বছরের কম বয়সী শিশুর ‘চাইল্ড ওয়েস্টিং’  সবচেয়ে প্রকট ভারত, ইয়েমেন ও জিবুতিতে। ভারতে এই হার ২০.৮ শতাংশ। 

ভারতের জাতীয় সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, দেশটিতে ‘চাইল্ড ওয়েস্টিং’র হার ২১ শতাংশ। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে এই হার সবচেয়ে বেশি। এছাড়া ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও কর্নাটকে এই সমস্যা প্রকট। 

ভারতের জাতীয় সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, দেশটিতে ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুদের মধ্যে সুষম খাদ্য পায় মাত্র ৯.৬ শতাংশ। 

বিশ্ব ক্ষুধা সূচকে মাত্র ১৫টি দেশ ভারতের চেয়ে পেছনে আছে। 
 

 

Bootstrap Image Preview