Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শনিবার, আগষ্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাভারে র‌্যাবের অভিযানে জঙ্গি আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯, ০৯:৩০ AM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৯, ০৯:৩০ AM

bdmorning Image Preview


সাভারের একটি শপিং কমপ্লেক্সের দোকানে র‌্যাব-২ এর সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য হাফেজ মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জিহাদি বই, প্রশিক্ষণের জন্য সিডি ক্যাসেট, একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকার আর.এস টাওয়ার নামক একটি শপিং কমপ্লেক্সের দোকান থেকে ওই ব্যক্তিকে আটক ও বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে র‌্যাব।

আটককৃত জঙ্গি হাফেজ মাহফুজুর রহমান মানিকগঞ্জ জেলার ঘিওরের আব্দুর রহমানের ছেলে।  

এ বিষয়ে র‌্যাব-২ এর এরিয়া কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক মাহফুজুর নিষিদ্ধ হরকাতুল সংগঠনের প্রশিক্ষিত জঙ্গি সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সাভারে আত্মগোপন করে ছিল বলে জানান তিনি।

Bootstrap Image Preview