Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবরার হত্যাঃ আসামীদের দেখতে আসছে না পরিবারের কেউ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯, ১২:৫০ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৯, ১২:৫০ PM

bdmorning Image Preview


বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো দেশের মানুষ যেমন বিচার চাচ্ছে, হত্যায় জড়িত বুয়েট শিক্ষার্থীদের অভিভাবকরাও বলছেন একই কথা। তিন দিন পার হলেও শুক্রবার (১১ অক্টোবর) পর্যন্ত গ্রেফতারদের দেখতে তাঁদের মা-বাবা, ভাই-বোন কিংবা আত্মীয়-স্বজন কেউ রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আসতে দেখা যায়নি। হত্যায় জড়িত আসামিদের পরিবারের সদস্যরাও আবরার হত্যার বিচার চাচ্ছেন।

এই হত্যা মামলার ৯ নম্বর আসামি ইশতিয়াক আহমেদ মুন্নার মা কুলসুমা আক্তার বলেন, আমার ছেলেকে পুলিশ আটক করেছে সন্দেহজনকভাবে। আমার ছেলে এমন বর্বর হত্যার সঙ্গে জড়িত থাকার প্রশ্নই আসে না। যদি আমার সন্তান দোষী প্রমাণিত হয়, তাহলে আমি শাস্তি চাই। আমিও আবরার হত্যার বিচার চাই।

আবরার হত্যাকাণ্ডে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে হত্যাকাণ্ডের পরদিন গ্রেফতার হন ১০ জন। তাঁদের ডিবিতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। এর মধ্যে তিন দিন পার হলেও শুক্রবার পর্যন্ত তাঁদের দেখতে পরিবারের কেউ আসেননি।

এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, আসামি গ্রেফতারের তিন দিন পার হলেও এখনো পর্যন্ত আমাদের কাছে কেউ আসেনি আসামিদের সঙ্গে দেখা করতে।

জানা গেছে, আবরার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৪ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিদিন রাতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার পুরো রাতও তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।

আরেক আসামি ইফতি মোশাররফ সকালের বাবা মোশাররফ হোসেন বলেন, যে ছেলে মুরগি জবাই করতেও ভয় পায়, সে কিভাবে এমন ঘটনায় জড়িত থাকতে পারে’ তা তাঁরা ভাবতেও পারছেন না। যদি আমার সন্তান দোষী হলে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Bootstrap Image Preview