Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মরিশাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৯, ১১:৩০ AM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৯, ১১:৩০ AM

bdmorning Image Preview


পোশাক কারখানায় আন্দোলন ও ভাঙচুর করার অভিযোগে ৮০ জন বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠাচ্ছে পূর্ব আফ্রিকার দেশ মরিশাস। ইতোমধ্যে ১৫ জনকে দেশে পাঠানো হয়। পর্যায়ক্রমে বাকিদেরও পাঠানো হবে।

মরিশাসের স্থানীয় ফায়ারমাউন্ট টেক্সটাইল লিমিটেড নামক প্রতিষ্ঠানে বেশকিছু দাবি নিয়ে, গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই আন্দোলন করে বাংলাদেশের কিছু কর্মী।

জানা গেছে, প্রায় ২ হাজার কর্মী এই গার্মেন্টসে কাজ করেন,যাদের মধ্যে অর্ধেকের বেশি বাংলাদেশি নারী-পুরুষ। বেতনভাতাসহ ৬ দফা দাবি নিয়ে ৩০ সেপ্টেম্বর থেকে কর্ম বিরতিতে যান বাংলাদেশি নারী ও পুরুষ কর্মীরা। আন্দোলনের খবর পেয়ে হাইকমিশনের কর্মকর্তারা সেখানে গিয়ে কর্মীদের কাজে যোগ দিতে বলেন। এরপরও তারা কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়।

পরে বৃহস্পতিবার থেকে ফায়ারমাউন্ট কর্তৃপক্ষ কর্মীদের কাজে যোগ দিতে আহ্বান জানালেও, ভিডিও দেখে ভাঙ্গচুরকারীদের শনাক্ত করে দেশে ফেরত পাঠাচ্ছেন তারা।

Bootstrap Image Preview