Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ১২:৫৬ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview


পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্ন ঘটছে। স্বাভাবিকভাবে  যানবাহন পারাপার চরমভাবে ব্যহত হচ্ছে। ফলে ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক ও বাসকে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং শ্রমিকরা।

পাটুরিয়া ঘাট এলাকায় যানজট এড়াতে এবং যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি নির্বিঘ্নে পারাপার করতে পণ্যবাহী ট্রাকগুলোকে মহাসড়কের বিভিন্ন স্থানে রাখা হয়েছে।

জানা গেছে, ফেরি সংকট, নদীতে প্রবল স্রোতে এবং দৌলতদিয়া ঘাটের কাছে নদী ভাঙনের কারণে কয়েকদিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে ছোট ফেরি চলতে পারেনি। তাই ট্রিপ সংখ্যা অনেক কমে গিয়েছিল। আজ পানি কিছুটা কমেছে এবং স্রোতের তীব্রতাও কমে এসেছে। পানি কমতে থাকলে দুই এক দিনের মধ্যেই ফেরি চলাচলে গতি ফিরে পাবে।

Bootstrap Image Preview