Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের জাতীয় পরিচয় দিতে রাজি হয়েছে মিয়ানমারঃ পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৯, ০৩:১৬ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৯, ০৩:১৬ PM

bdmorning Image Preview


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিতে মিয়ানমার রাজি হয়েছে।

আজ বুধবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর হোটেল লেক ক্যাসেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) উদ্যোগে জাতীয় গোলটেবিল বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একথা বলেন।

গোলটেবিলের বিষয় ছিল 'সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা: উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা'।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে শক্তিশালী আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যৌথ কমিশন করা হবে। যাতে তারা তাদের নাগরিকদের ফেরত নিয়ে যায়।

তিনি বলেন, তাদের ফরমে ভুল আছে, আলোচনায় মিয়ানমার স্বীকার করেছে। তারা এটা সংশোধন করবে বলে জানিয়েছে।

সম্প্রতি রাখাইনে থাকা রোহিঙ্গাদের মাঝে মিয়ানমার সরকার এনভিসি (ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড) বিলি করেছে। এসব কার্ড নিয়ে রোহিঙ্গাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বর্তমানে দেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

Bootstrap Image Preview