Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাতিসংঘের সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৬ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৬ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার দেশটির স্থানীয় সময় বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টা ৩০ থেকে ৪টা) জাতিসংঘ সদর দপ্তরে এ অধিবেশনে ভাষণ দে‌ওয়ার কথা রয়েছে তার।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছে।

স্থায়ী মিশনের বরাত দিয়ে বাসস আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন। রোহিঙ্গা সংকট অবসানে তার ভাষণে ৪টি প্রস্তাব উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।

রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অর্থনৈতিক অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন প্রসঙ্গও তুলে ধরবেন।

এছাড়া প্রধানমন্ত্রী তার ভাষণে বিশ্ব শান্তির লক্ষ্যে কর্মপরিকল্পনা, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের মোকাবিলা এবং ব্লু-ইকোনমি নিয়েও আলোচনা করবেন।

Bootstrap Image Preview