Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫১ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বরিশাল নগরীর কাশিপুর এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ দুই পুলিশসহ তিনজনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলো- পুলিশ কনস্টেবল ইমরান, কনস্টেবল সালাহউদ্দিন ও নগরীর কাউনিয়া এলাকার মাদক বিক্রেতা সোহাগ হাওলাদার।

কনস্টেবল ইমরান ও সালাহউদ্দিনের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া এলাকায়। তারা দু’জন বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পিয়ন শাখায় কর্মরত।

ডিবি’র পরিদর্শক উজ্জল কুমার দে জানান, সোর্সের মাধ্যমে সংবাদের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশীপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় একটি মোটরসাইকেলের আরোহীদের থামানোর জন্য সংকেত দিলে তারা দ্রুত গতিতে পালানোর চেস্টা করে। ডিবি’র সদস্যরা ধাওয়া করে ৩ আরোহীকে ধরে ফেলেন। পরে তাদের তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরিদর্শক আরো জানান, ইমরান ও সালাহউদ্দিন পুলিশ সদস্য। তাদের বিরুদ্ধে মামলা ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া আটক সোহাগের বিরুদ্ধেও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview