ক্যাসিনো ব্যবসায় জড়িত নেপালিদের পলায়োনে সহায়তার অভিযোগে ডিবিসহ এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে একজন রমনা জোনের পুলিশ কনস্টেবল দীপঙ্কর চাকমা ও অপরজন ডিবিতে কর্মরত আছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে, চাঁদাবাজিসহ আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্যকে বুধবার স্ট্যান্ডরিলিজ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিবির দুই সদস্যকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে।
ডিবির ওই দুই সদস্যর নাম কামরুল ইসলাম ও নাসিম। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। ক্যাসিনো থেকেও তারা চাঁদা তুলতেন। তাদের গাড়ি-ফ্ল্যাটসহ অনেক সম্পদের ব্যাপারেও রয়েছে গুঞ্জন।