Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কিশোর গ্যাং 'সাজ্জাদ ভাই' গ্রুপের পাঁচ সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫১ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫১ AM

bdmorning Image Preview


রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাং 'সাজ্জাদ ভাই' গ্রুপের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে থানা এলাকায় পরিচালিত অভিযানে আটক করা হয় তাদেরকে।

আটকদের নাম তাজুল ইসলাম (১৯), নাসির ইসলাম (১৭), আমিন (১৮), পলাশ বিশ্বাস (১৭) ও সাইদ আফ্রিদি (১৮)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাব-২ এর কম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের  ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সাজ্জাদ ভাই গ্রুপের পাঁচ  সদস্যকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের নামে নানা অপকর্ম চালিয়ে আসছিল। আটকদের ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

Bootstrap Image Preview