Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাঙ্গাবালীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৮ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৮ PM

bdmorning Image Preview


মাছ ধরার সময় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ট্রলার থেকে পড়ে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার রাতে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নসংলগ্ন ডিগ্রি নদীতে এ নৌদুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলের নাম পারভেজ খান। তিনি ওই ইউনিয়নের চরলতা গ্রামের মো. নুরু খানের ছেলে।

শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে চালিতাবুনিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. রানা হাওলাদার বলেন, নিখোঁজ জেলে পারভেজ খান তার মালিকানাধীন ট্রলারে (ইঞ্জিনচালিত নৌকা) শুক্রবার রাতে দুই জেলেকে নিয়ে ডিগ্রি নদীতে মাছ শিকারে যায়।

কিন্তু হঠাৎ রাত ১১টার দিকে ট্রলার থেকে পারভেজ পানিতে পড়ে যাওয়ার শব্দ শুনতে পায় দুই জেলে। তাৎক্ষণিক তারা পারভেজকে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও পাননি।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, এক জেলে নিখোঁজের খবর শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।

Bootstrap Image Preview