Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবাসিক বিদ্যালয়ের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শিক্ষার মান উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় আবাসিক বিদ্যালয় করা হচ্ছে। এতে দুর্গম এলাকার ছেলে-মেয়েরা এসব বিদ্যালয়ে অবস্থান করে পড়াশোনা করতে পারবে। সেজন্য তিন পার্বত্য জেলায় আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ করছে সরকার। এমনই তথ্য জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার সকালে রাঙামাটির কাপ্তাই ৭.৪ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাগুলো বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এ সময় আরো বলেন, পার্বত্য চুক্তির পর পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে। সেখানে যথেষ্ট পরিমাণ আত্মসামাজিক উন্নয়ন সাধিত হয়েছে। সেখানে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হলে আরো উন্নতি হবে। যেখানে বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে না সেখানে সৌর বিদ্যুৎ সরবরাহের কাজ আরো বৃদ্ধি করা হবে।

রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম মামুমুর রশীদ, জেলা পরিষদ চেয়ার বৃষকেতু চাকমা, রিজিয়ন কমান্ডার মাইনুর রহমান, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়ের ভিসি প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি সিভিল সার্জন শহীদ তালুকদার, পুলিশ সুপার আলমগীর কবির, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান।

 

Bootstrap Image Preview