Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চামড়া ব্যবসায়ীরা বিশ্বাস ভঙ্গ করেছেন: বাণিজ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ০৩:০০ PM
আপডেট: ২৮ আগস্ট ২০১৯, ০৩:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সরকারের নির্ধারিত মূল্যে চামড়া কেনার প্রতিশ্রুতি দিলেও ব্যবসায়ীরা বিশ্বাস ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে আগামী বছর থেকে এধরনের সমস্যা সৃষ্টি হবে না বলেও জানিয়েছেন তিনি। 

বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কাউকে বিশ্বাস করা তো আমার অপরাধ নয়। কোরবানির আগে আমার এই কক্ষে মিটিং করে চামড়া ব্যবসায়ীরা বলে গিয়েছিলেন, সরকার নির্ধারিত দামেই তারা চামড়া কিনবেন। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রাখেননি। 

তবে ভবিষ্যতে যেন এধরনের সমস্যার সৃষ্টি না হয়, তার জন্য চামড়ার বিষয়ে নীতিমালা অনুমোদিত হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘আশা করছি, আর সমস্যা থাকবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম বলেন, ‘পেঁয়াজ একটি আমদানি নির্ভর পণ্য। ভারতে বন্যার কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। কয়েক দিনের ব্যবধানে সেখানে ১২ টাকা দরের পেঁয়াজ ২৫ টাকায় উঠেছে। এর প্রভাব বাংলাদেশের বাজারে পড়েছে।

তবে সরকারের পক্ষ থেকে বিষয়টি কঠোর মনিটরিং করা হচ্ছে। আশ করছি, পেঁয়াজ অচিরেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে।

গত ১২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মার্কোসুরভুক্ত চারটি দেশ (ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে) সফর করেন বাণিজ্যমন্ত্রী। এই সফরের বিস্তারিত বিবরণ সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন— বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম ও বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক।

 

Bootstrap Image Preview