Bootstrap Image Preview
ঢাকা, ২৯ রবিবার, জুন ২০২৫ | ১৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রীতির দলের দায়িত্ব ছাড়লেন  মাইক হেসন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০১৯, ০১:৩৩ AM
আপডেট: ০৯ আগস্ট ২০১৯, ০১:৩৩ AM

bdmorning Image Preview


কোন কারণ না জানিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্ব ছাড়লেন মাইক হেসন।

দুই বছরের জন্য তিনি পাঞ্জাবের সাথে চুক্তি করলেও মাঝপথেই তিনিই দায়িত্ব ছেড়ে দিলেন। এবারের মৌসুমে টেবিলের ষষ্ঠ স্থানে ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। যদিও দায়িত্ব ছেড়ে দেবার পিছনে কোন কারন উল্লেখ করেননি হেসন। তবে বেশ কয়েকটি জাতীয় দল থেকে ইতোমধ্যেই প্রস্তাব পাবার বিষয়টি এখন প্রকাশ্যে চলে এসেছে।

নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত সময় কাটানোর পরই হেসনকে নিতে বেশ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে। যার মধ্যে উল্ল্যেখযোগ্য হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।  বিশ্বকাপের পর এই দেশগুলো নতুন কোচের সন্ধানে রয়েছে।

টুইটারে বৃহস্পতিবার হেসন বলেছেন, ‘কিংস ইলেভেনে পুরোটা সময় আমি দারুণ উপভোগ করেছি। যে মৌসুমটা তাদের সাথে কাটিয়েছি সেজন্য তারা ধন্যবাদ পাবার যোগ্য। আমি নিশ্চিত সাফল্য পেতে তাদের খুব বেশি সময় লাগবে না। ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো।’

Bootstrap Image Preview