Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিমুলিয়ায় পারাপারে অপেক্ষায় ৫শ যান, ঘাটে অনিয়ম দেখলেই ব্যবস্থা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ০৫:২১ PM

bdmorning Image Preview


শিমুলিয়ায় ফেরি চলাচল অবশেষে স্বাভাবিক হয়েছে। বৈরী আবহাওয়া এবং নদীতে অস্বাভাবিক ঢেউ থাকায় ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিলো। স্রোতে এবং বড় বড় ঢেউয়ের আঘাতে ফেরিঘাটের পন্টুনের সংযোগ সড়ক বিনষ্ট হয়। সব মেরামতের পর এবং নদীর অবস্থা কিছুটা শান্ত হওয়ার পর বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টা থেকে ১৬টি ফেরি চলাচল শুরু হয়।

বহরের সব কটি ফেরি চলাচলের কারণে যানবাহন পারাপার শুরু হয়েছে। তবে সময় বেশী লাগছে। এদিকে ঈদে ঘরমুখো মানুষের চাপ এই ঘাটে বেড়ে যাওয়ায় যানবাহনের দীর্ঘ লাইন কমছে না। যাত্রীবাহী বাসসহ ৫ শতাধিক যান এখন শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রীরা দুর্ভোগ রয়েছে। যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় বিড়ম্বনাও রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রায় ১৭ ঘন্টা পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়। সকাল ৬টায় ৪টি ফেরি দিয়ে সীমিত আকারে দেশের গুরুত্বপূর্ণ এই রুটে ফেরি সার্ভিস সচল করা হয়। সেইসঙ্গে সকাল থেকে চলাচর শুরু করেছে লঞ্চ ও স্পিড বোটও।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে পদ্মায় প্রবল ঢেউরে কারণে বন্ধ হয়ে যায় ফেরি, লঞ্চ ও স্পিড বোট চলাচল। পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে স্রোতের তীব্রতা আরও বেড়েছে। বাতাস বইছে, উত্তাল পদ্মায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। এদিকে প্রবল স্রোতে এবং পানি বৃদ্ধির কারণে শিমুলিয়ায় চারটি ফেরিঘাট ডুবে এবং ক্ষতিগ্রস্ত হয়। ১ ও ২নং ফেরিঘাটের র‌্যাম সরে যায়। তাছাড়া ১ ও ২ নং ঘাটের র‌্যাম ছুটে ও নোঙর ছিড়ে ঘাট সংলগ্ন ২টি হোটেল ও ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে ৩ নং ফেরিঘাটটি ঠিক করে সীমিত আকারে সার্ভিস সচল করা হয়েছিল। পরে বাকী ফেরিঘাট জরুরি সংস্কার করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর ফেরি চলাচল বন্ধ হয়।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ঘাট মেরামতের পর বুধবার সকাল ৬টার পর থেকে ফেরি চলাচল শুরু হয়। ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে নদী আরও বেশী উত্তাল হওয়ায় দুপর সোয়া ১টা থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর লঞ্চ ও স্পিড বোটসহ অন্য নৌযান সকাল থেকেই বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাট ম্যানেজার আব্দুল আলিম জানান, 'আবহাওয়া স্বাভাবিক হওয়াতে পদ্মায় একটু ঢেউ কমেছে। তাই বৃহস্পতিবার সকাল থেকে ফেরি ও অন্যান্য নৌযান চলাচল শুরু হয়েছে। দুপুরে পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলা যায়।'

এদিকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জয়েদুল আলম পিপিএম (বার) বলেছেন, ঘাটে নিরাপত্তায় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে পারাপার হতে পারে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, শিমুলিয়া ঘাটে যাতে নির্বিঘ্নে ঈতে ঘরমুখো মানুষ পারাপার হতে পারে সে ব্যাপারে সব রকমের প্রচেষ্টা অব্যাহত আছে। যত্রতত্র যাতে গাড়ি পার্কিং না করা হয় এবং তারাহুড়ো করে পারপার হতে গিয়ে যাতে নৌযানে অতিরিক্ত যাত্রী না হন, নিরাপদে পারাপার হন, সে ব্যাপারে মাইকিং চলছে। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সেখানে কাজ করছে। দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বক্ষণ ঘাটে অবস্থান করছে। এছাড়া লৌহজংয়ের ইউএনও রয়েছেন। কোন অনিয়ম পেলেই ভ্রাম্যমান আদালত সেখানে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করবে।

Bootstrap Image Preview