Bootstrap Image Preview
ঢাকা, ২২ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে কারণে বঙ্গোপসাগরে ডুবল ২ জাহাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ০৮:৫৯ PM
আপডেট: ০৭ আগস্ট ২০১৯, ০৮:৫৯ PM

bdmorning Image Preview


বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে এমভি টিটু-১৯ ও এমভি টিটু-১৮ নামে দুটি জাহাজ ডুবে গেছে। বুধবার (৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে বাংলাদেশ বিমানবাহিনীর দু’টি হেলিকপ্টার গিয়ে ১১ নাবিক ও ক্রকে উদ্ধার করেছে। এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।

বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তারা নৌবাহিনীর মাধ্যমে খবর পেয়ে হেলিকপ্টারসহ উদ্ধারকারী দল পাঠায়। সেখানে নৌবাহিনীর উদ্ধারকারীরাও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

উদ্ধার হওয়া নাবিক ও ক্রুরা বলছেন, জাহাজ ডুবে যাওয়ার পর তারা মৃত্যুর মুখে পড়েছিল। উদ্ধার সম্ভব হবে না মনে করে নিজেদের জীবনের মায়া ছেড়ে দিয়েছিল।

বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মো. সেলিম জানান, কুতুবদিয়ার কাছাকাছি গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকারবোঝাই হয়ে জাহাজ দুটি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ যাচ্ছিল।

উদ্ধার হওয়া ১১ জনকে চিকিৎসা দিতে হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদিকে বাকি ২ জনকে উদ্ধারে চেষ্টা চলছে।

সাগর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ে একটি জাহাজের তলা ফেটে যায় এবং অপর একটি জাহাজের হ্যাজ ভেঙ্গে পড়ে। পরে জাহাজ দুটি ঠেঙ্গার চর এলাকায় ডুবে যায়।

Bootstrap Image Preview