রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন হাটবাজারে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জমতে শুরু করেছে গরু ও ছাগলের হাট। এ হাটে তোলা হয়েছে ৩২ মণ ওজনের একটি ষাঁড়, এটির নাম দেয়া হয়েছে ‘কালো পাহাড়’।
হাটে আসা সব ক্রেতা ও বিক্রেতার নজর কাড়ছে ষাঁড়টি; এর দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা।
‘কালো পাহাড়ের’ মালিক বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের ফার্মার কাছেদ আলী খান।
রবিবার উপজেলার বিভিন্ন হাটে খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর গরু-ছাগলের দাম ১০ থেকে ১৫ শতাংশ কমে গেছে। এ এলাকায় ভারতসহ অন্যান্য দেশের গরু বাজারে না থাকলেও স্থানীয় কৃষক ও খামারিদের পোষা পশুর কমতি নেই।
কালো পাহাড়ের মালিক কাছেদ আলী খান বলেন, আজ ছয় লাখ ৫০ হাজার টাকা দাম উঠেছে ‘কালো পাহাড়ের’। আট লাখ টাকা পেলে ছেড়ে দেব।
গত বছর ঈদের আগে ট্রাক ভাড়া করে গরুটি বিক্রির জন্য ঢাকার টিয়াবাড়ী হাটে নিয়েছিলাম। সেখানে এক শিল্পপতি ৬ লাখ টাকা দাম করেছিল। কিন্তু দালালের ৫০ হাজার টাকা দাবির কারণে বিক্রি করা হয়নি।
এবার নিজ জেলায় সঠিক দামে বিক্রির জন্য অপেক্ষায় আছি। আশা করছি গরুটি আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারব। গরুটির ওজন ৩২ মন বলে তিনি জানান।