Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু আক্রান্ত রোগীদের দায়িত্ব নিলেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ১২:৩৯ PM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ১২:৪০ PM

bdmorning Image Preview


সারা দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দেশের এমন পরিস্থিতে নিজের নির্বাচনী এলাকার সব হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীর দায়িত্ব  নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করারও আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি।  

মাশরাফি বলেন, আমার নির্বাচনী এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা সবার পাশে আছি আমি। তাদের চিকিৎসার দায়িত্ব আমার। সংসদ সদস্য হিসেবে এলাকার জনগণের পাশে থাকা আমার নৈতিক কর্তব্য। আমি আমার দায়িত্ব-কর্তব্য পালনে সচেষ্ট আছি। সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।

মাশরাফি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে আমাদের কাজ করে যেতে হবে। দেশের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তা হলে দ্রুত আমরা ডেঙ্গুসহ যেকোনো সমস্যার বিরুদ্ধে জয়ী হতে পারব।

Bootstrap Image Preview