Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শোক দিবস ও ঈদে নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ০৩:১৩ PM
আপডেট: ২৮ জুলাই ২০১৯, ০৩:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাতীয় শোক দিবস ও ঈদুল আযহাকে সামনে রেখে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন: জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর, বনানী কবরস্থান এবং টুঙ্গিপাড়াসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে। জাতীয় শোক দিবস এবং ঈদুল আযহা উপলক্ষে নাশকতার কোনো তথ্য নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: গোয়েন্দারা তৎপর আছে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে, তবে মূলোৎপাটন করা যায়নি।

গুজব প্রতিরোধে উদ্যোগ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন: যারা পদ্মা সেতু চায় না, তারাই এই সেতু নিয়ে বিভিন্ন গুজব রটাচ্ছে৷ এ পর্যন্ত গুজব ছড়ানোর দায়ে ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে গুজবের পরিমাণ কমেছে।

 

Bootstrap Image Preview