Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৩ মাস ১০ দিনের জন্য সাকিবদের কোচ হচ্ছেন ভেট্টোরি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৯:৪৩ PM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৯:৪৩ PM

bdmorning Image Preview


টাইগার দলের স্পিন বোলিং কোচ হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। শনিবার (২৭ জুলাই) বোর্ডসভা শেষে খবরটি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

ভেট্টোরি টাইগার দলে যোগ দিবেন নভেম্বরে। ভারত সফর থেকে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের হয়ে কাজ করবেন তিনি। তাঁর  সঙ্গে  টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি। মানে ১০০ দিনের জন্য সাকিবদের দায়িত্ব নিচ্ছেন তিনি।

ভেট্টরি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। সেখান থেকেই ইমেইলের মাধ্যমে বিসিবির সঙ্গে তার এ বিষয়ে পাকাপাকি কথা হয়েছে।

ভেট্টোরির সঙ্গে চুক্তির ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘এছাড়া লম্বা সময়ের জন্য স্পিন বোলিং কোচ খুঁজছিলাম। তবে পাচ্ছিলাম না, ভেট্টরিকে পেলেও তিনি নভেম্বর থেকে আমাদের সঙ্গে কাজ করবেন। আমাদের সবার পছন্দ হয়ে গেছে বলেই তাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তার সঙ্গে মেইলে আমাদের কথা হয়েছে। তবে এখনও চুক্তি হয়নি, সামনেই হয়ে যাবে। প্রধান কোচের ব্যাপারে আলোচনা চলছে। দেখা যাক কী হয়!’

Bootstrap Image Preview