Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু প্রসঙ্গে যা বললেন সেনাপ্রধান আজিজ আহমেদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯, ০৬:৪০ PM
আপডেট: ২৫ জুলাই ২০১৯, ০৬:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে ঢাকাসহ দেশের সব সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযান শুরু করেছে সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় সেনা প্রধান বলেন, 'এই রোগ যাতে আর না ছড়ায় সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক ও বেসামরিক সদস্য এবং তাদের পরিবারের সচেতনতার জন্য এই কর্মসূচি নেয়া হয়েছে।

পর্যায়ক্রমে সব সেনানিবাসে এ কর্মসূচি নেয়া হবে। এক্ষেত্রে প্রাতিষ্ঠানের পাশাপাশি নিজ নিজ পরিবারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন সেনা প্রধান।

 

Bootstrap Image Preview