Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাসেলকে ক্ষতিপূরণের কিস্তির টাকা দিতে সময় পেল গ্রিনলাইন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ০৫:৩৩ PM
আপডেট: ২১ জুলাই ২০১৯, ০৫:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে মাসিক পাঁচ লাখ টাকা কিস্তি দিতে গ্রিনলাইনের প্রতি দেওয়া আদেশ আগামী ২৮ জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন করতে বলেছে হাইকোর্ট। 

গ্রিনলাইন তাদের পক্ষে আইনজীবী পরিবর্তন করেছে। গ্রিনলাইনের নতুন আইনজীবী শাহ মঞ্জুরুল হকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সময় দিয়ে আজ রবিবার এ আদেশ দেয়।

গ্রিনলাইনের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট অজি উল্লাহ। রিট আবেদনের পক্ষে শুনানি করেন খোন্দকার শামসুল হক রেজা ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার)।

হাইকোর্টের এ বেঞ্চ গত ২৫ জুন এক আদেশে ৫০ লাখ টাকার মধ্যে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা মাসিক ৫ লাখ টাকা করে পরিশোধ করার নির্দেশ দিয়েছিল। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে ওই অর্থ রাসেলকে দিয়ে ১৫ তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা সাংবাদিকদের বলেন, মাসে ৫ লাখ টাকা করে দেওয়ার আদেশটি এখনো পালন করেনি গ্রিনলাইন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল রাসেল সরকারকে ৫০ লাখের মধ্যে পাঁচ লাখ টাকার চেক দেওয়া হয়। একইসঙ্গে বাকি ৪৫ লাখ টাকা দিতে গ্রিনলাইন কর্তৃপক্ষ এক মাস সময় দিয়েছিলো হাইকোর্ট।

সময় অনুযায়ি গ্রিনলাইন কর্তৃপক্ষ টাকা পরিশোধ না করায় আদালত ক্ষোভ প্রকাশ করে এবং কিস্তিতে টাকা পরিষোধে আদেশ দেয়।

গত বছরের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

Bootstrap Image Preview